যুক্তরাষ্ট্রে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ গমনের প্রক্রিয়া চলমান রয়েছে। সে দেশের ভিসার জন্য বুধবার (২৭ নভেম্বর) ঢাকার দূতাবাসে গিয়েছিলেন তিনি।


জানা গেছে, এদিন দুপুর সোয়া ২টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে বারিধারায় অবস্থিত মার্কিন দূতাবাসের উদ্দেশে রওনা হন তিনি। দুপুর ২টা ২২ মিনিটে দূতাবাসে পৌঁছান তিনি। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বিকেল সোয়া ৩টার দিকে গুলশানের বাসভবনে ফেরেন তিনি।


বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসউদ্দিন দিদার গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। দলটির একটি সূত্র জানিয়েছে, আগামী ডিসেম্বর তিনি প্রথমে যুক্তরাজ্যে যাবেন। সেখান থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে তার। ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন খালেদা জিয়া।


এর আগে বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের দণ্ডের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।


২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা করা হয়। ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত শেষে ২০১২ সালে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক।


.আমার বাঙলা/এসএইচ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *