গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। ফ্যাসিষ্টদের বানানো সংবিধান যা কিনা রাষ্ট্র ব্যবস্থা কর্তৃত্ববাদী ফ্যাসিষ্টদের উপযোগী করে বানানো, তাই রাষ্ট্রের প্রতিষ্ঠান সমূহ, আইনকানুন সবকিছু মানুষের উপযোগী বদলাতে হবে।


শনিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজশাহী মহানগরীর জিরো পয়েন্টে গণসংহতি আন্দোলনের আয়োজনে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গণসংলাপে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।


জোনায়েদ সাকি বলেন, ৭২’ এর সংবিধানে জনআকাঙ্ক্ষা উপেক্ষিত হয়েছে। ক্ষমতা কাঠামো পাকাপোক্ত করতেই ৭২’ এর সংবিধান তৈরি করা হয়েছিল। ৭২ এর সংবিধানই বাকশাল তৈরি করেছিল এই সংবিধান বদলাতে হবে।


তিনি বলেন, বৈষম্য দূর করতে হলে ফ্যাসিস্ট সংবিধান পরিবর্তন করে গণতান্ত্রিক সংবিধান তৈরি করতে হবে। অভ্যুত্থানের চেতনায় নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। জনগণের নিজস্ব রাজনৈতিক দল তৈরি করতে হবে।


গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মুরাদ মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংলাপে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্র কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু।


.


আমার বাঙলা/এসএইচ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *