বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কার একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যা টেবিলে বসে সম্ভব নয়। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারই সংসদে পরিপূর্ণ সংস্কার করবে।


মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ’ শিরোনামে আলোচনা সভা ও গণঅভ্যূত্থানে আহতদের মাঝে আর্থিক সহায়তা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।


অনুষ্ঠানে প্রধান অতিথি আমীর খসরু বলেন, সংস্কারের অংশীদারিত্ব ও মালিকানা থাকতে হবে দেশের জনগণের হাতে। সংস্কার হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এটা চলমান। রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ হলে কোনো সংস্কার কাজে আসবে না বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। দলের ঘেষিত ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার পরও যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে তা জিয়াউর রহমানের সার্বিক সংস্কারের ফসল বলে উল্লেখ করেন।


তিনি বলেন, বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে সংস্কারের মাধ্যমে। জিয়াউর রহমানের সময় থেকেই বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসাবে গড়ে তুলে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। বিদেশে শ্রম রপ্তানিসহ গার্মেন্টস শিল্পের উন্নয়নে কাজ হয়েছে। বাংলাদেশ আজকে যেখানে আছে সেটি জিয়াউর রহমানের নেতৃত্বে অর্জন হয়েছে ।


এছাড়া আলোচনা অনুষ্ঠান শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে দেখা করে তাদেরকে খোঁজ-খবর নেন আমীর খসরু এবং বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।


আমার বাঙলা/এনআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *