বিএনপি ছেড়ে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করা সাবেক সংসদ সদস্য (এমপি) মুহাম্মদ শাহজাহান ওমরের (বীর উত্তম) গাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে রাজাপুর উপজেলার উত্তর পিংড়ী বাড়ইবাড়ি এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনেরা নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন শাহজাহান ওমর।


হামলা থেকে বাঁচতে শাহজাহান ওমর রাজাপুর থানায় গিয়ে আশ্রয় নেন। পরে অন্য একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।


গ্রেপ্তারের আগে মুহাম্মদ শাহজাহান ওমর রাজাপুর থানার সামনে সাংবাদিকের কাছে অভিযোগ করেন, ‘আজ সকাল সাড়ে আটটার দিকে বরিশালের বাসা থেকে রাজাপুর আসার পথে উত্তর পিংড়ী বাড়ইবাড়ি এলাকায় আমার গাড়িতে হামলা চালায় উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। এর আগে গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে রাজাপুর উপজেলা সদরের গোডাউন ঘাট এলাকায় আমার বাড়ি মাহজাবীনে হামলা চালিয়ে ভাঙচুর করে বিএনপির নেতা-কর্মীরা।’


আজ সকালে শাহজাহান ওমরের গ্রেপ্তারের দাবিতে ঝালকাঠি শহরে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করে। গতকাল বুধবার রাতে রাজাপুরের বাইপাস এলাকায় উপজেলা বিএনপি একটি মিছিল বের করে। এ সময় আধা কিলোমিটার দূরে অবস্থিত রাজাপুর উপজেলা সদরের গোডাউন ঘাট এলাকায় ওমরের বাড়ি মাহজাবীনে হামলা ও ভাঙচুর চালানো হয়।


প্রত্যক্ষদর্শী মো. রফিকুল ইসলাম দুলাল বলেন, গতকাল রাতে হঠাৎ ৮ থেকে ১০ জনের একটি দল শাহজাহান ওমরের বাড়ির প্রাচীরের বাইরে থেকে ভবন লক্ষ করে ইট-পাটকেল ছুড়ে মারেন। এতে ভবনের সামনে থাকা দুটি ও উত্তর পাশের একটি গ্লাসের আংশিক ভেঙে যায়। তবে হামলাকারীদের চিহ্নিত করা যায়নি।


রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, আজ সকালে হামলায় শাহজাহান ওমরের গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির ভাঙা গ্লাসে তাঁর হাতের কিছু অংশ কেটে গেছে। তিনি রাজাপুর থানায় আশ্রয় নিয়েছিলেন। কাঠালিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, কাঠালিয়া উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করার অভিযোগে ২০২৩ সালের ৪ ডিসেম্বর মামলাটি করেছিলেন আক্তার হোসেন মীরবহর নামে এক ব্যক্তি। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।


শাহজাহান ওমর দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন। বিএনপির মনোনয়নে তিনি একাধিকবার এমপি নির্বাচিত হয়েছেন। সর্বশেষ বিএনপি সরকারে তিনি আইন প্রতিমন্ত্রী ছিলেন।




আমার বাঙলা/ এসএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *