বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে ‘রাষ্ট্রদ্রোহী’ মামলার বাদী অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদিকে আটক করা হয়েছে।


রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে তাকে উত্তরার ৯নং সেক্টরের ৬নং রোডের ১৪নং বাসা থেকে তাকে আটক করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ওসি মো. হাফিজুর রহমান।


তিনি বলেন, দুপুরে তাকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। এখনো তার নামে মামলা হয়নি।


মমতাজ উদ্দিন মেহেদি বাংলাদেশ সুপ্রিমকোর্ট বারের সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।


পুলিশ জানায়, মমতাজ উদ্দিন মেহেদির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে আওয়ামী লীগের নেতাদেরকে বিভিন্ন দিক-নির্দেশনা দেন।


আমারবাঙলা/এনবি



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *