বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কে রাজনীতি করবে আর কে করবে না সেটা জনগণ নির্ধারণ করবে। তবে, রাজনৈতিক দল হিসেবে বিএনপি কাউকে বাধা দিতে পারে না।’ এ সময় আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ বিএনপি দিচ্ছে বলেও জানান তিনি।


বুধবার (২০ নভেম্বর) ফেনীর ফুলগাজীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির আঙ্গিনায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরন ও ঢেউটিন বিতরন কর্মসূচীতে দেয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।


বিএনপি মহাসচিব বলেন, বিগত সরকার যে পরিমাণ হত্যা করেছে, লুট করেছে তার দায়ে শেখ হাসিনাসহ সকলকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে, শাস্তি দিতে হবে। একইসাথে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া ঐক্য যেন কোনোভাবে বিনষ্ট না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। আশা করেন, জঞ্জাল সাফ করে দ্রুত নির্বাচন দেবে অন্তবর্তী সরকার।


তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মিথ্যা মামলায় খালেদা জিয়াকে জেলে পাঠায়। ছোট স্যাতস্যাতে কক্ষে তাকে থাকতে হতো। জেলে থাকার কারণেই গুরুতর অসুস্থ হয়েছেন তিনি।


.


আমার বাঙলা/এসএইচ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *