বিএনপির উদ্যোগে আগামী ২১ ডিসেম্বরে মুক্তিযোদ্ধা সমাবেশ হওয়ার কথা ছিল। এ নিয়ে জোড়েসোরেও প্রচার করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সমাবেশ স্থগিত করা হয়েছে। এর কারণ হিসেবে জানা গেছে যে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য এ মাসের শেষের দিকে লন্ডন যাচ্ছেন। মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করতে বাধ্য হয়েছে দলটি।


বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ গণমাধ্যমকে এ ব্যাপারে নিশ্চিত করেছেন।


ইশতিয়াক বলেন, সমাবেশে যোগ দেয়ার মতো পরিস্থিতিতে নেই ম্যাডাম বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা । ম্যাডাম যেতে পারবেন না বলে সমাবেশ স্থগিত করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার কথা আছে। বিদেশ থেকে ফিরলে এই সমাবেশ হবে। আশা করছি সেখানে ম্যাডাম থাকবেন।

এদিকে বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বলেন, গুলশানের বাসায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে।


উন্নত চিকিৎসার জন্য এই ডিসেম্বরেই তিনি (বেগম খালেদা জিয়া) প্রথমে লন্ডন এবং পরে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন রয়েছে। একই সঙ্গে তিনি সৌদি আরবেও ওমরাহ পালন করবেন তা কর্মসূচির আওতায় রয়েছে। সেই অনুযায়ী যুক্তরাজ্য ও যুক্তরাজ্য ও সৌদি আরবের যেতে পাসপোর্টে ভিসা কাজও শেষ হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করা হয়েছে বলে জানান।


তিনি আর বলেন, খালেদা জিয়া মঙ্গলবার রাত থেকে অসুস্থ হয়ে পড়েছেন। যে কারণেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ২১ ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশটি স্থগিত করা হয়েছে। আগামী ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেয়ার কথা ছিল বিএনপি চেয়ারপার্সনের। তবে তার শারীরিক অসুস্থতার কারণে মুক্তিযোদ্ধা দল আয়োজন স্থগিত করেছে।


আমার বাঙলা/ এনআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *